Haripur – হরিপুর

About

আমাদের সম্পর্কে

অবস্থান: সিলেট শহর থেকে তামাবিল রোড ধরে প্রায় ২২কিলোমিটার উত্তরে জৈন্তাপুর উপজেলাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নে অবস্থিত হরিপুর বাজার। এই বাজারটি অত্র এলাকার প্রাণকেন্দ্র।

পরিচিতি: কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই এলাকাকে সকলে হরিপুর নামেই চেনে। এটি নির্দিষ্ট একটি গ্রামের নাম হলেও, মূলত ৫নং ফতেপুর ইউনিয়ন পুরোটাই হরিপুর নামে পরিচিত। এই এলাকার অধীনে রয়েছে ৬টি গ্রাম রিয়েছে, যথা: হরিপুর, বালিপাড়া, শিকারখাঁ, হেমু, শ্যামপুর, বাগেরখাল। এই নামের উৎপত্তি সম্পর্কে সমাজে বিভিন্ন রটনা থাকলেও সঠিক এবং নির্ভরযোগ্য কোনো তত্ত্ব পাওয়া যায়নি।

ম্যাপে হরিপুর